নন্দিনীর নন্দিত ছন্দ


নন্দিনী, তোমার নন্দিত লেখা
দেখে নয়ন ভরে
তাইতো সদায় তোমার লেখা
যাচ্ছি আমি পড়ে

তোমার লেখার এ জগতে
জুড়ি মেলা ভার,
তাইতো আমি তোমার লেখা
দেখি বার বার

নন্দিনী তোমার মায়াময় ছন্দ,  
বিমোহিত করা,
তাইতো তোমার ছন্দে হই
আমি পাগলপারা

নন্দিনী তোমার, ছন্দে ঝরে
হিরা, মণি-জহরত,
যতই পড়ি তোমার ছন্দ
ততই হই জড়ভরত

সম্মোহিনী ছন্দে তোমার
কি যে যাদু আছে
তাইতো আমি পরাভূত
তোমার ছন্দের কাছে

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা