দীপা খন্দকার _ মানিকগঞ্জের গর্বের একজন



মিষ্টি মেয়ে দীপাঃ  দর্শকদের কাছে একটি মিষ্টি মেয়ে এবং খুব জনপ্রিয় নাম হচ্ছে দীপা খন্দকার। বারো বছরের অভিনয় ক্যারিয়ারে এক হাজারেরও বেশি নাটক করেছেন। ছোটপর্দার মিষ্টিমুখ দীপা খন্দকারের এক হাজার নাটকের এই অধ্যায়টা বেশ বর্ণাঢ্য। এর মধ্যে ধারাবাহিকের চেয়ে একক নাটকই বেশি। অভিনয়মডেলিং এবং নৃত্য -শিল্পচর্চার তিনি ধারাতেই দারুণ প্রশংসাও অর্জন করেছেন তিনি।

দীপা খন্দকারের জন্মঃ  জনপ্রিয় এই অভিনেত্রী দীপা খন্দকারের জন্ম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের এক স্বনামধন্য খন্দকার পরিবারে। তার বাবার নাম খন্দকার সুলতান হোসেন। আর সেই খন্দকার পরিবারের মেয়ে দীপা খন্দকার যিনি আজ বর্তমান মিডিয়া জগতের অন্যতম প্রিয় মুখ। বিশেষ করে আমার একজন প্রিয় অভিনেত্রী। আর প্রিয় হবেই না বা কেনতিনি যে আমার দেশ নয়জেলা নয় থানাও নয় আমারই ইউনিয়নের গর্বের ধন। তাকে নিয়ে আমরা ধানকোড়া ইউনিয়নবাসী গর্বিত।

অভিনয়ের হাতেখড়িঃ  দীপার অভিনয়ের হাতেখড়ি পঞ্চম শ্রেণীতে থাকাকালে। ওই সময় তিনি 'কুপোকাতনামে একটি নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন। তবে কাকতাড়ুয়া শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন। এরপর একে একে বেশকিছু জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দেন। মানিকগঞ্জের এই জনপ্রিয় অভিনেত্রী বারো বছরের অভিনয় ক্যারিয়ারে এক হাজারেরও বেশি নাটক করেছেন।

জনসচেতনতায় দীপাঃ  পরিবার পরিকল্পনার ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত বিজ্ঞাপনে অভিনয় করেছেন মানিকগঞ্জের এই গুনি অভিনয় শিল্পী। বিজ্ঞাপনগুলোর বিষয়বস্তু ছিলো যথাক্রমে খাবার বড়িপ্রসূতি মায়ের সেবাবাল্যবিবাহ এবং গর্ভবতী মায়ের পরিচর্যা। অভিনয়ের মাধ্যমে তিনি অর্জন করেছেন বহু পুরষ্কার বহু সুনাম।

পরিবারঃ  ২০০৬ সালের ২৭ মে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপা খন্দকার ও শাহেদ আলী। ২০০৭ সালের ১২ ডিসেম্বর এই দম্পতির ঘর আলোকিত করে ১২ ডিসেম্বর জন্ম নেয় পুত্র সন্তান আদৃক শিফওয়াত আলী।

তার অভিনীত নাটকঃ  তার অভিনীত ধারাবাহিক নাটক ‘জননী’, 'মায়ানিগম', 'শেয়ার বাজার ডটকম', 'মায়াকুঞ্জ্‌ 'প্রিয়', 'রূপকথা', 'গুলশান এভিনিউ', 'মা', 'গহীনে', ' 'ঘটক বাকী ভাই (প্রা.) লি.', 'দিবারাত্রি খোলা থাকে', অন্য সকাল ও উৎসব। টেলিফিল্ম ‘ বেঁচে ওঠার গল্প এছাড়া তার অভিনীত বড় বাড়ির ছোট বউমায়া নিগমউত্তরাধিকার নাটক জনপ্রিয়তা পেয়েছে। তার অভিনীত বিজ্ঞাপন বাটার ফ্লাই ফ্রিজইরফান চিনিগুঁড়া পোলাওর চাল অন্যতম।
মোহাম্মদ সহিদুল ইসলাম
ধানকোড়া গিরীশ ইনষ্টিটিউশনের প্রাক্তন ছাত্র (১৯৯২ ব্যাচ)  
বর্তমানে সিঙ্গাপুরে একটি ইন্টারন্যাশনাল কোম্পানীতে চাকরিরত   
H/P- 6584027281

মেইল_Sahidul77@gmail.com



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা