তোমার যোগ্য আমি নই

বলেছিলাম তোমায় আমি
কোন এক প্রেয় গোধূলি কালে। 
ভাললাগে তাই ভালবাসি,
বলেছিলাম দিলের দুয়ার খুলে

সেদিন তুমি আমায় ফিরিয়ে
দিলেও তো পারতে!
আজও অজানা আমি, সেদিন
ফিরাওনি কোন স্বার্থে



খুব বেশী আজ মনে পড়ছে
জ্ঞানীজনদের কথা,
প্রেমের আড়ালে থাকে নাকি
সুপ্ত ব্যর্থতা।  

কেউবা বলে, প্রেম হল
হৃদয় ভাঙ্গার কল,
যে পড়েছে যাতাকলে
সার শুধু আঁখিজল।

জানতামনা আমি, আজো জানিনা,
কেন তোমার যোগ্য আমি নই?
ভালবাসা স্বর্গীয় হলে,
কোন একদিন তোমাকে পাবই


মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_অন্যধারা প্রকাশন 
Sahidul_77@yahoo.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা