অনুরাগী_০১

অনুরাগী_০১
তোমার হাতে সৃজন যাহা
তাহার চাইতে দাম কি
তোমার কম?

তবে কেন পাইতে তাহা?
দিন-রজনী, ছুটছি 
হরদম।

বেহেস্ত-জান্নাত চাইনা আমি  
ওসব তোমার
সৃজন।

আমিতো চাই সকল সময়
শুধু তোমার
যোজন।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখকচলন্তিকা ডট কম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা