©.......সহিদুল
ভুলতে করেছি চেষ্টা যতই
হয়েছি ততই বিফল,
অবিরত ভুলা'র ব্যর্থ রত'ই
ঝরিয়েছে আঁখিজল।
আজো কাঁদায় মন,
কষ্টে আজো অতিষ্ঠ, হেন
মন পুড়ে সারাক্ষণ।
মনের সঙ্গোপনে,
ভালবাসা যত, সাধনে রত,
সাবধানী যতনে।
না ভোলাই যে ভালো,
আমার মত ওর'ও মনেতে,
অগ্নি, বিধি জ্বালো।
