প্রথমা



প্রথমা
...............✏
মোহাম্মদ সহিদুল ইসলাম
✅
প্রথমা তুই আমায় কভু ভুলে যাইস না,
যানিস না তুই, তুই যে আমার বাঁচার ঠিকানা।
তোরই মনের ভিতরে আমি যে ছিলাম,
তোরই মনের ভিতর আমি এখনো আছি,
অনন্তকাল রাখবো আমি তোরই মনে মন,
এই অভাগার স্বপ্ন জুড়ে, তোর প্রিয় ভূবন।
💚
বুঝিনা আজ কিসের ভুলে, তুই অন্য কুলে,
অন্য কুলের সুখের নেশায় থাকিস যদি ভুলে,
তাই বলে কি খোঁজ নিবো না মনের অনুরাগে?
না খেয়ে তুই থাকলে প্রিয়, কষ্ট আমার লাগে।
তুই যে আমার বাঁচার আশা, তুই যে আমার স্বপন,
তোর মনের ভিতর স্বপন আমার করছি বপন।
💚
তুই বললেই কি আমি তোর খবর নিবো না?
বলে দিলাম না খাইলে তুই আমি খাবো না।
ভাবিস বুঝি এমন করলে দূরে যাবো চলে,
কাছেই আছি আমি তোর, দেখ না চক্ষু মেলে।
চুপটি করে দাঁড়িয়ে আছি তোর আঙ্গিনায়,
আসবো বুকে বলবি যখন আয়রে সোনা আয়।
💚
তোর আশাতে রোজ বিকেলে থাকবো দাঁড়িয়ে,
কখন আইসা দিবি তুই হাতটা বাড়িয়ে।
তোর নামেতে লেইখা দিছি হৃদয়টা আমার,
বুঝিসনা কেন বন্ধু আমি বলছি বারে বার!
সুখের নেশায় প্রিয়া তুই ভুলিস না আমারে,
তুই ছাড়া বল প্রিয়া আমি যাবো কার দ্বারে?
বললেই তুই ভুলে যাবো ভাবলি ক্যান এমন?
তোরে ছাড়া কারে আমি দেব আমার মন?
💚

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা