সমবয়সীর সাথে


সমবয়সীর সাথে
.............. ✏
মোহাম্মদ সহিদুল ইসলাম
সমবয়সী কাউকে ভাল লাগতেই পারে
তাই বলে তাকে ভালবাসবে?
সমবয়সী কাউকে ভালবাসার আগে অন্তত
লক্ষ বার না হলেও হাজার বার ভেবে নিও।
প্রপোজ করার আগে চিন্তা করে নিও
তুমি তার যোগ্য কি না?
আর ও হ্যাঁ তুমি ছেলে মানুষ
যোগ্যতা তোমাকে জানতেই হবে।
জেনে নিও তোমাকে
মনের দিক দিয়ে যোগ্য তো হতেই হবে
ধনের দিক দিয়েও যোগ্য হতে হবে।
মন থেকে প্রশ্ন করো
এমন যোগ্যতা না থাকলে
প্রপোজ করারই দরকার নাই
একটা ডায়ালগ আছে
মানুষ মরে গেলে পচে যায়,
কিন্তু সময়ের সাথে মানুষ বদলায়,
তার মানে এই না যে
তোমার প্রপোজের প্রিয় মানুষটি
কোন কিছু না ভেবেই বদলে যাবে।
তুমি যেমন তোমার শোকেসে
ভাল শোপিচ প্রদর্শন কর,
তোমার চেয়ে ভাল শোপিচ পেলে
কেন তোমাকে শোকেসে কেউ অযথা সাজিয়ে রাখবে?
দিন যাবে আর নতুন নতুন সমস্যা তৈরি হবে
সমস্যার নাম "ফ্যামিলি প্রবলেম"
বাপ-মা মানবে না,
কারণ পার্টনার সমবয়সী,
পার্টনারকে এখনি বিয়ে দিয়ে দিবে,
তোমাকে ভাবতে হবে
এগুলি কিন্তু খুবই কমন এবং লজিকাল সমস্যা।
এই ফ্যামিলি প্রবলেমগুলার সমাধান
তুমি করতে পারবা কিনা,
ফ্যামিলিকে তুমি বুঝাইতে পারবা কিনা,
তোমার ফ্যামিলির স্ট্যাটাস কি?
মেয়ের বাবা-মা মানবে কি না?
এই ব্যাপারগুলা নিশ্চিত হয়েই
একটা মানুষকে প্রপোজ কইরো
নতুবা কাউকেভ প্রপোজ কইরো না।
অনেকটা সময় ধরে তুমি যার সহপাঠী
তুমি প্রপোজ করলে ঠিক
কিন্তু বন্ধুত্বের টানে তোমাকে
না হয়তো করলো না
কিন্তু তোমার চেয়ে তার
আরো অনেক উচু আভিজাত্যের সাথে যে সম্পর্ক
সেটাও বন্ধুত্বের খাতিরে হাইড করলো।
তুমি ভালবাসতেই থাকলে।
রেজাল্ট কি দাঁড়ালো...
কোন একদিন হয়তো বলবে
"তুই যে আমাকে জীবনের চেয়েও বেশি ভালবাসতি,
আমি বুঝতে পারিনি"
চোখ বেয়ে পানিও হয়তো গড়িয়ে পড়বে।
কিন্তু ততদিনে হয়তো তোমার লাইফ শেষ!
তার কাছ থেকে হয়তো শান্তনার বাণী আসবে,
"যা হয় ভালোর জন্যই হয়"
কিংবা
"জীবন কারো জন্য থেমে থাকে না"
অথবা
"সব ঠিক হয়ে যাবে"
"তুমি আমার থেকে অনেক ভালো বউ পাবি",
এমন সান্ত্বনা নিয়ে বাঁচার কোন মানে আছে?
ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতির নাম...
প্লিজ কেউ ভুল করেও
এই অনুভূতিটার অপমৃত্যু ঘটিও না !!
একটা ভুলের জন্য
বুকের ভেতর যে ভালোবাসার হাহাকার তৈরি হয়
এমন হাহাকার নিয়ে বেঁচে থাকা
আর মরে যাওয়া সমান কথা
-শাহীদ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা