ভুল সবই ভুল


ভুল সবই ভুল
.............. ✏
মোহাম্মদ সহিদুল ইসলাম
🙏
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
আজব এ জীবনে মনের-ই প্রসন্নে,
দুই হাত ভরিয়ে কুড়েছি যত ফুল,
এই কেমন জ্বালা হয়না যে মালা,
কিসে আমি ছিলাম এত ব্যকুল?
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
🙏
জীবনের খাতায়, পাতায় পাতায়,
লিখেছিল বিধির বৈভবী আঙ্গুল,
আজ দেখি হায় হিসাবের খাতায়,
মিলে না কিছু সবই যে গন্ডগোল।
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
🙏
শ্রাবণে কি আর আসিবে ফাগুন?
পাথরে কোনদিন ফুটেনা যে ফুল!
চাঁদ-বামনের হয় না কদাচ মিলন,
চির সত্য বুঝলাম না ক্যান আবুল!
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
🙏
জিজ্ঞাস করি নিজেই নিজের কাছে,
কোথায় আছি, কোথায় হবে কুল?
প্রথমাকে ভালবাসা সত্য নহে কিছু,
সবি আমার স্বপ্নে দেখা, সবিযে ভুল।
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
🙏
বিদায় কালে, ডাকিস না কেউ পিছু,
রাখিস না কেউ আমার স্মৃতি কিছু।
কেনযে ভুলে আমি ছিলেম মশগুল।
ক্ষমা করিস আমায় ওরে প্রিয়ফুল।
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
🙏
Mohammad Sahidul Islam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা