নির্মোহ

যেদিন থেকে তোমাকে দেখিছি, 
সেদিন থেকেই মনের মধ্যে
অবিদিত এক প্রসন্নতা পেয়েছি, 
পূর্ণতা পেয়েছি তোমার সান্নিধ্যে।

যতবার তোমায় দেখি,
স্বর্গীয় সুখে ভরে উঠে মন।
অবাক হয়ে চেয়ে দেখি,
তোমার ঐ নিখাদ নয়ন।

যতবার রেখেছি হাত,
তোমার ঐ পবিত্রচেতা হাতে,
ততবারি করেছি অঙ্গীকার,
পরিপূর্ণ প্রতীতি ছিল যাতে।

যতবার এ জীর্ণ বক্ষে
তোমায় করেছি আলিঙ্গন,
বিভাব আমায় ততবারি
দেখিয়েছে পুণ্য জীবন।

যখনি তোমার স্পর্শ পেয়েছে
কলঙ্কিত এই দেহ,
তখনি আমি পেয়েছি খুঁজে
পুণ্য প্রাণের নির্মোহ।

ভাললাগে, তোমায় ভালবাসি,
স্বর্গীয় এ কথাটি বলেছি যতবার,
ততবারি জেনেছি, নিজেকে আমি,
চিনেছি বিনেতার আবিষ্কার।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_অন্যধারা প্রকাশন 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা