তুমি, উল্লাস আর হর্ষ নিয়ে আস ফিরে বার বার,তোমার আগমে ধরায় বহেখুশির জোয়ার।উচ্ছ্বাসের প্লাবন নিয়েএলে তুমি ঈদ,তোমার আগমনে আমারনাইরে চোখে নিদ।আজ ভুলে যা তুই ধনী-গরিবউঁচু-নিচুর ভেদ,আজ ভুলে যা তুই অভিমানভুলে যা তুই জেদ।মদিনায় ছিলনা যখনঈদের অনুষ্ঠান,তখন তারা পালন করত‘নওরোজ’ আর ‘মেহেরজান’।আনন্দের নামে করত তারাঅশ্লীল কর্ম-করণ, ধৃষ্ট কর্ম বাতিল করেশুরু হল ঈদের প্রচলন।আজকে মোদের শুভ সুযোগভুলে যাই সব জিদ,গরিব-দুঃখীর খবর নেরেওরে ও সুহৃদ।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা প্রকাশন
Sahidul_77@yahoo.com