বেহায়া-কল্পনা


কষ্টের কোন নাম নেই
নেই তো রং,
কষ্টের আমি নাম দিয়েছি
নর্মসখা-সং ।

দুঃখের কোন পাত্র নেই
নেই কোন বর্ণ,
দুঃখের আমি নাম দিয়েছি
প্রণয়-চূর্ণ।   

সুখের কোন পরিধি নেই
নাই সীমারেখা,
সুখের আমি নাম দিয়েছি
কল্পনা-রেখা।

প্রেমর কোন জাত নেই
বেরসিক জল্পনা,
প্রেমের আমি নাম দিয়েছি
বেহায়া-কল্পনা।  

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখকচলন্তিকা ডট কম


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা