পাটা-পুঁতায় ঘষাঘষি

কেউ আসবে, কেউ যাবে
এটাই বিধির লীলা,
অধিকারের নামে কেন,
মানুষ মারার খেলা?

গনতন্ত্র ধ্বংস করছে 
কেউবা বলে বেড়ায়,  
করবে কায়েম গনতন্ত্র
গেলে ক্ষমতায়।

ক্ষমতায় বসে কেহ
নীতিকথা কয়,
সাগর-রুনীর বিচার 
তবু , মনে জাগায় ভয়।

জনগনের অধিকার নাই
স্বত্বের নাইরে রেশ
অধিকারে, হরতাল দিয়ে
অচল করবো দেশ

ক্ষমতা নাই, ক্ষমতা চাই
নৈপুণ্যের আবেশ
জনগণের ক্ষমতা চাই
গড়বো সোনার দেশ

পাটা-পুঁতায় ঘষাঘষি,
আমরা মরিচ শেষ,
ওরাই আবার গড়বে নাকি
সোনার বাংলাদেশ!

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখকচলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা